গৌরীপুর হরিজন পল্লীতে জেলা পরিষদ সদস্য খারুল বাশারের কম্বল বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০ কমল সরকার,গৌরীপুর : মাঘের হাঁড় কাঁপানো শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছিলো ময়মনসিংহের গৌরীপুরের হরিজন সম্প্রদায়ের দুস্থরা। কিন্তু অর্থের অভাবে তাদের শীতবস্ত্র কিংবা কম্বল কেনার সামর্থ ছিলোনা। পুরনো ছেঁড়া কাপড় ও খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতো তারা। হরিজন দুস্থদের এই দুর্দশার খবর জানতে পেরে ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের গোহাটা মহল্লায় হরিজন কলোনীতে শীতের কম্বল নিয়ে হাজির হন। এরপর প্রত্যেক ঘরে ঘরে একটি করে শীতের কম্বল বিতরণ করেন। শীতের কম্বল পেয়ে দুস্থ হরিজন নারী-পুরুষের মুখে হাসি ফুঁটে উঠে। কেউ কেউ গাঁয়ে কম্বল জড়িয়ে একে অপরকে কেমন লাগছিলো জিজ্ঞাস করছিলো। হরিজন কলোনির বাসিন্দা সঞ্জিত বাঁশফোর বলেন, এবার অনেক শীত পড়লেও কেউ আমাদের কম্বল দেয়নি। বাসার ভাই প্রথম আমাদের জন্য শীতের নতুন কম্বল নিয়ে এসেছেন। কম্বল পেয়ে আমরা অনেক খুশি। জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার বলেন এই শীতে ব্যক্তিগত ও জেলা পরিষদের অর্থায়নে ৮০০ কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। প্রকৃত দুস্থরা যেনো কম্বলটা হাতে পায় তাই আমি নিজেই ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছি। Share this:FacebookX Related posts: ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক শহরের আকুয়া বাইপাসে শীত বস্ত্র বিতরণ র্যাব-১৪ কর্তৃক ময়মনসিংহ শহরে শীত বস্ত্র বিতরণ গৌরীপুরে ২ হাজার হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিবে এমপি নাজিম র্যাব-১৪ কর্তৃক ময়মনসিংহ শহরে ত্রাণ বিতরণ হালুয়াঘাটে করোনা আক্রান্ত রোগীদের খাবার দিলেন ইউএনও রেজাউল করিম গৌরীপুরের দরিদ্র বিল্লাল বাদাম বিক্রি করে পড়ালেখা ও সংসারের খরচ যোগাচ্ছে আপনার একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে সুন্দর ছোট্ট মেয়েটি সরিষাবাড়ীতে ১১৫টি পরিবারকে অনুদানের চেক ও ঢেউটিন দিলেন তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে বিধবা ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ হালুয়াঘাটে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ সড়ক দুর্ঘটনায় পূর্বধলার ৬ নিহত পরিবারের পাশে: জেলা প্রশাসন হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধী এঙ্গুর মিয়া SHARES Matched Content দেশের খবর বিষয়: