গৌরীপুরের পথে পথে ইফতার নিয়ে ঢাবি ছাত্রলীগের সভাপতি

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

কমল সরকার’গৌরীপুর ; ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবার গৌরীপুরে ইফতার সামগ্রী নিয়ে পথে পথে হেটে তা অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করছেন। করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ায় ৫টার পর সিংহভাগ দোকানপাট বন্ধ হয়ে যায়। ইফতারের দোকানও ৬টার মাঝে থাকে বন্ধ।

ফলে খেটে খাওয়া মানুষ, রিস্কাচালক ও দরিদ্র মানুষের একটি বিশাল অংশ ইফতার সময়ে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস জানান, সোমবার থেকে পথের মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছি। আমরা গত ২দিনে জরিপ করে দেখেছি, এই সময়টুকুতে পৌর শহরের রাস্তায়া প্রায় দেড় থেকে দু’শ মানুষ থাকেন।

প্রথম দিন ১৫০ জনের ব্যবস্থা করেছি। পরবর্তীতে এ সংখ্যা, চাহিদা ও যোগান বিবেচনা করে বাড়ানো হবে। পথের মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক হিসাবে ফজলে রাব্বী খান রিফাত, রানা সাহা, শেখ আব্দুল মোহাইমিন তনয়, সাব্বির আহমেদ রাসিক, শরীফুল ইসলাম চৌধুরী, রাসেল খান পাঠান, সায়েম খান, রিয়াদুল ইসলাম কাজ করে যাচ্ছেন।