সড়ক দুর্ঘটনায় পূর্বধলার ৬ নিহত পরিবারের পাশে: জেলা প্রশাসন

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের সিএনজি ও শাহ্জালাল পরিবহনের সংঘর্ষে নবজাতক শিশুসহ পূর্বধলার একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছেন। রোববার (৩ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের গাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আজ ৪ জানুয়ারী নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন কাফনের জন্য তাৎক্ষণিক এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদানের নির্দেশ প্রদান করেন। সেই প্রেক্ষিতে গতকাল (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।

সোমবার (৪ জানুয়ারি) নিহত পরিবারের ভাই আজিম উদ্দিন, একজনের স্ত্রী হাওয়া বেগম ও মা আয়েশার হাতে ৮০ হাজার টাকার চেক তুলে দেন।

এসময় তার সাথে ছিলেন, পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,উপস্থিত ছিলেন আগিয়া ইউনিয়ন পরিষদ সদস্য সারোয়ার জাহান মাসুদ, সাংবাদিক মো. এমদাদুল ইসলাম, হাবিবুর রহমান,যুবলীগ নেতা হাসানুল হক লিটন,মীর কাসেম স্থানীয় জন প্রতিনিধি ও এলাকার অন্যেরা।এ সময় উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং যে কোন সমস্যায় তাদের পাশে থাকবেন।একজনকে বিধবা কার্ড করে দেয়ার কথা জানান।

নিহতরা হলেন, পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের মৃত হামেদ আলীর ছেলে নিজাম উদ্দিন (৪০), মাওলানা ফারুক আহামেদ (৩০), ফারুকের স্ত্রী মাসুমা আক্তার (২২), নবজাতক শিশু শহীদুল্লাহ, বোন জুলেখা বেগম (২২) ও ফারুকের চাচাত ভাই আজিম উদ্দিনের স্ত্রী জোৎস্না বেগম (৩৫)।