মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে আহত ৫

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রংপুর মহানগরের মর্ডাণ মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একটিতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ৩ জনসহ মোট ৫ জন আহত হয়েছে।এদের মধ্যে দুজনের অবস্থা আশংকা জনক।

খবর পেয়ে তাজহাট থানা পুলিশ আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গিয়েছে, মডার্নমোড়ে অবস্থিত রংপুর মডেল কলেজের সামনে ওভারটেকিং করার সময় সংঘর্ষে আগুন লেগে যায় এবং চালকসহ তিনজনের গায়ে আগুন লাগে।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিসের ওসি শেখ রোকনুজ্জামান জানান,আহত ৫ জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেলেও ৩ জনের পরিচয় জানা যায়নি।