করোনা ঝুঁকি নিয়ে চলছে জগন্নাথপুরে মাস্কহীন পশুর হাট

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : সময় তখন বিকেল তিন টা। মাইকে এক ব্যক্তি বলছেন, সম্মানিত ক্রেতা-বিক্রেতাগণ আপনারা মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন’। মাইকে বার বারই এমন প্রচারণা চলছিল। শুনছেন সবাই। কিন্তু মানলেন কেউই। গতকাল শুক্রবার এমন দৃশ্য দেখে দেখা গেল সুনামগঞ্জের জগন্নাথপুরের রসুলগঞ্জ বাজারের কোরবানির পশুর হাটে।

সরেজমিন দেখা যায়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে মুখে মাস্ক ব্যবহার না করে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় না রেখে পশুর হাটে ক্রেতা-বিক্রেতার ঢল নামে। মাস্ক ছাড়া ঘুরছেন কেন লোকসমাগমের মাঝে এমন প্রশ্ন ছিল হাটে আসা রমজান আলী নামে এক ক্রেতার কাছে। তিনি জানান, মাস্ক প্যান্টের পেকেটে আছে, গরমের জন্য ব্যবহার করেননি। বাজারে আসা বিক্রেতাদের মধ্যেও কাউকে মাস্ক পরতে দেখে যায়নি। আব্দুল বারিক নামে এক গরু ব্যবসায়ী জানান, মাস্ক সঙ্গে আছে. মাঝে মধ্যে ব্যবহার করি, সব সময় ব্যবহার করতে পরি না।

হাটের ইজারাদার আবু জিলানি জানান, শুক্রবার ছিল কোরবানি প্রথম হাট। উপস্থিত বেশি থাকলেও বেচাবিক্রি আশানুরূপ হয়নি। তবে ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাজার জমজমাট হয়ে উঠবে। তিনি বলেন, হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা বারবার মাইকিং করে লোকজন আহ্বান জানিয়ে আসছি।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ খালেদ সাইফুল্লাহ বলেন আমরা জেলা প্রাণিসম্পদ অফিস থেকে চিঠি পেয়েছি, প্রতিটি পশুহাটে মাছ ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, স্বাস্থ্যবিধি মেনে কোরবানির হাট পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে