গৌরীপুরের শ্যামগঞ্জে পাটকল বন্ধ না করার দাবীতে মানব বন্ধন

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

কমল সরকার,গৌরীপুর : পাটকল বন্ধ করা চলবে না,তৃণমূল জনগণের করোনা ভাইরাস পরীক্ষা সম্প্রসারণ করণসহ বিভিন্ন দাবিতে শ্যামগঞ্জের হাফেজ জিয়াউর রহমান কলেজ গেইটের সন্মুখে (১১ জুলাই) বিকাল ৪ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শ্যামগঞ্জ শাখার উদ্যোগে স্বাস্থবিধি মেনে সামাজিক দুরুত্ব বজায় রেখে এক মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়।

এতে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হোসেন অনয়, ময়মনসিংহ জেলা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শুভ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শ্যামগঞ্জ শাখার সভাপতি ডা.মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারি প্রমুখ।