ঈশ্বরগঞ্জে গ্রামীণ ব্যাংকের খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

ময়মনসিংহ প্রতিনিধি : কিশোরগঞ্জ যোনের ঈশ্বরগঞ্জ এরিয়ার গ্রামীণ ব্যাংকের ১২টি শাখায় দ্বিতীয় পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। করোনার মহামারিতে অসহায় হয়ে পড়া ৩শটি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার উপজেলার মাইজবাগ শাখায় এরিয়া ম্যানেজার আ.হাদী মামুন এসহায়তার পণ্য সামগ্রী অসহায়দের হাতে তোলে দেন।

এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক লুৎফর রহমান আজাদ শান্ত,সহকারী শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, ব্যাংক অফিসার শিলা রানী দেবনাথ, সাংবাদিক উবায়দুল্লাহ রুমি প্রমুখ। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাউল ৩০ কেজি, ডাল ৪ কেজি, তেল ২ লিটার, আলু ৮ কেজি, পেঁয়াজ ৪ কেজি, লবন ২কেজি, সাবান ৪টি, সেমাই ২ প্যাকেট, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, খেজুর আধা কেজি, দুধ ১ প্যাকেট ও নগদ ৬শ টাকা।