ফুলবাড়িয়া কালভার্ট নির্মাণে রডের বদলে-বাঁশ ইউপি সদস্য বরখাস্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় নির্মিত একটি কালভার্টে রডের বদলে বাঁশ দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মাদ আলীর তত্ত্বাবধানে কালভার্টটি নির্মিত হচ্ছে। মূলত তিনিই কালভার্টে রডের বদলে বাঁশ দিয়েছেন। উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুটি কালভার্ট নির্মাণকাজে রডের বদলে বাঁশের ব্যবহার দেখা যায়। খবর পেয়ে ময়মনসিংহের স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের উপপরিচালক একেএম গালিব ও ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন। কালভার্ট নির্মাণকাজে রডের বদলে বাঁশের ব্যবহার সরেজমিনে দেখেতে যান তারা। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরের বরাদ্দ থেকে আছিম পাটুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুটি প্রকল্পে সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। দুই লাখ টাকাুু বরাদ্দে ইউপি সদস্য মোহাম্মদ আলীকে প্রকল্প কমিটির সভাপতি এবং দেড় লাখ টাকা বরাদ্দের প্রকল্পে ইউপি সদস্য রাশিদাকে সভাপতি করা হয়। রাশিদার প্রকল্পের কাজ প্রায় শেষ।সেখানে রড কিংবা বাঁশ কিছুই ব্যবহার করা হয়নি। মোহাম্মদ আলীর প্রকল্পে রডের বদলে বাঁশ ব্যবহার করে শুক্রবার ঢালাই এর কাজ শেষ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ভাইরাল হলে মেম্বারের দুই ছেলে লিটন ও রিপন কালভার্টের ঢালাই তুলে বাঁশের বেড়া বাড়িতে নিয়ে রাখেন। ইউপি সচিব জানিয়েছেন, প্রকল্পের কাজ চলাকালীন এলজিইডির তদারকি কর্মকর্তা ও আমার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু মেম্বার নাকি বন্ধের দিন রাস্তার ঢালাই করেছেন, যা মোটেও ঠিক করেননি তিন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা পরে জানানো হবে। ময়মনসিংহের স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের উপপরিচালক একেএম গালিব খাঁন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইউড্রেইন (কালভার্ট) নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ইউ,পি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ১২ নম্বর আছিম পাটুলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী আলমকে মঙ্গলবার বরখাস্ত করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় ওই ইউড্রেইন নির্মাণ প্রকল্প কমিটির সভাপতি মোহাম্মদ আলী। আদেশে বলা হয়েছে, এলুঙ্গি কান্দানিয়া রাস্তার কালির চালা থেকে পান্নাবাড়ি রাস্তায় তালেব আলীর ক্ষেতের পাশে এবং কালির চালা হতে পান্নাবাড়ি রাস্তায় খাপসার খালে ইউড্রেইন নির্মাণ কাজে রড ব্যবহার না করে বাঁশ দিয়ে ডালাইয়ের কাজ করায় আলমকে বরখাস্ত করা হয়েছে। ইউড্রেইন নির্মাণে অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায় বলে আদেশে জানানো হয়েছে। Share this:FacebookX Related posts: ফুলবাড়িয়া উপজেলা হাসপাতালে ৪০ লাখ টাকা মুল্যের এম্বুলেন্স সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় হালুয়াঘাটে নবজাতকের লাশ উদ্ধার ভালুকায় জুতার কারখানায় ৮লাখ টাকার মালামাল চুরি গৌরীপুরে সরকারী না ব্যাক্তি’র গাছ কে কাটে? এসিল্যান্ড জানলেও ইউএনও জানেন না! গৌরীপুরে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত যশোদা পরিবহণ থেকে বিপুল পরিমান ভারতীয় পণ্য উদ্ধার, ২ চোরাকারবারি আটক ভালুকায় ভূয়া ভোটার আইডি ব্যবহার করে ভূমি জালিয়াতি হালুয়াঘাটে এক সন্তানের জননীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা সরিষাবাড়ীতে আ.লীগে দু’গ্রুপে সংঘর্ষ, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর: পুলিশসহ আহত অর্ধশত কেন্দুয়ায় অবৈধ ইটভাটা ভেঙ্গে দিলেন ম্যাজিষ্ট্রেট হালুয়াঘাটে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: ইউপি সদস্য বরখাস্তকালভার্ট নির্মাণেফুলবাড়িয়ারডের বদলে-বাঁশ