ঘুড়িতে মেতেছে ঈশ্বরগঞ্জ! আকাশে শোভা পাচ্ছে নানান প্রজাতির ঘুড়ি

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

তাপস কর,ময়মনসিংহ : বর্তমানে সারা বিশ্ব করোনায় বিপর্যস্ত। এই মহামারি ভাইরাসে প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। বাংলাদেশও অনেক আগেই আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। করোনার আতঙ্ক বিরাজ করছে সর্ব মহলে। এরই মধ্যে সরকারি ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অলস সময় পাড় করছেন শিক্ষক – শিক্ষার্থী। এই সময়টাতে মনের প্রশান্তি যোগান দিতে যোগ হয়েছে ঘুড়ি।
আজ ঈশ্বরগঞ্জ এর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ঘুড়ি নিয়ে দৌড়াচ্ছেন ঘুড়ি প্রেমিরা। ঈশ্বরগঞ্জের আকাশ শোভা পাচ্ছে নানা রংয়ের বাহারি ঘুড়িতে। রাতে ঘুড়িতে রংবেরঙের লাইটিং করে মাতিয়ে রেখেছে আকাশটাকে। নানা প্রকার ঘুড়ির মধ্যে রয়েছে, কয়ড়া, ঝাপ, লণ্ঠন, গুড্ডি, চিলা, সেইপা, ডোল, বিমান, ফুল ঝুড়ি, পাখি সহ আরো কত কি।

উপজেলার সোহাগি, আঠারোবাড়ি, মাইজবাগ, জাটিয়া, বড়হিত গ্রামের নানা বয়সি মানুষ তৈরি করছেন ঘুড়ি। ঘুড়ি তৈরির সময় কথা হয় চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সোহাগ এর সাথে। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে স্কুল বন্ধ। বাড়িতেই অবস্থান করছি। অবসর সময় টুকু পাড় করতে বিভিন্ন প্রকার ঘুড়ি তৈরি করে আকাশে উড়াচ্ছি। পাখি ঘুড়ি আমার খুব পছন্দের। করোনা কালে বাইরে অযথা ঘোরাঘুরি করার চেয়ে মাঠে ঘুড়ি উড়ানোই ভালো।

রাতে ঘুড়ি উড়াতে যাওয়া মুদি দোকানী জাহিদের সাথে কথা বললে তিনি জানান, সারা দিন ব্যস্ত থাকি দোকানে। আমি বেশিরভাগ সময় রাতে ঘুড়ি উড়াই। রাতে সবাই যেন আমার ঘুড়ি দেখতে পায় সেজন্য বিভিন্ন রঙের লাইট সেটিং করে উড়াই।