ফুলবাড়িয়া উপজেলা হাসপাতালে ৪০ লাখ টাকা মুল্যের এম্বুলেন্স

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল রোগীদের জন্য ৪১ লাখ টাকা মুল্যের সরকারী নতুন এম্বুলেন্স পেল।
গতকাল শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের দেয়া সরকারি নতুন এম্বুলেন্সের উদ্ভোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেট।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, পৌর মেয়র গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ মো. ফিরোজ তালুকদার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, জেলা আওয়ামীলীগ নেতা ইমদাদুল হক সেলিম, মেডিকেল অফিসার ডা: হারুন আল মাকসুদ, ডা: আসাদুজ্জামান প্রমুখ। নতুন এম্বুলেন্স দেয়ায় হতদরিদ্র জরুরী রেফার্ডকৃত রোগীদের দুর্ভোগ লাঘব হল।