কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

অনলাইন ডেস্ক : নেত্রকোনা জেলার কেন্দুয়ায় পানিতে ডুবে রাতিন (৮) নামে এক শিশু মৃত্যু হয়েছে। শিশু রাতিন উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(৭জুলাই)বিকালের দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশু রাতিন পড়ে যায়। পরে লোকজন উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান মঙ্গলবার( ৭ জুলাই) রাতে শিশুটির মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনারস্থলে পুলিশ পাঠানো হয়েছে।