পলাশবাড়ীতে ফেন্সিডিল কারবারী আমিনুল মেম্বার গ্রেফতার

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

অনলাইন ডেস্ক : পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে পলাশবাড়ীতে ফেন্সিডিল কারবারী এক মেম্বার আটক।

রবিবার(৫ জুলাই)পলাশবাড়ী কলেজ মোড় হতে নিয়মিত মামলার পলাতক আসামী মোঃ আমিনুল ইসলাম (৪২) কে আটক করেন।

আটককৃত মেম্বার হলেন পলাশবাড়ী পৌর শহড়েরর দূর্গাপুর গ্রাম (গাবের দিঘী) মৃত আমজাদ হোসেন এর পুত্র।

থানা সুত্রে জানা যায়, পলাশবাড়ী এসআই(নিঃ) মোঃ আজিজার রহমান ও এসআই(নিঃ) মোঃ হাসিবুর রহমান’দ্বয় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপদ্দ করেছে।

গ্রেফতারের বিষয়টি থানার ওসি মাসুদার রহমান মাসুদ নিশ্চিত করেন।