গৌরীপুরের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের ইন্তেকাল

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

কমল সরকার’গৌরীপুর ; ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাসিন্দা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ কামাল হোসেন এর বাবা সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম (৮৩) বুুুধবার (১জুলাই) সকাল সাড়ে ৭টায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি——রাজেউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,৬ মেয়ে,২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃধবার বিকাল ৩ টায় নিজ বাড়িতে মরহুমের জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। নুরুল ইসলামের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ এমপি,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি ও গৌরীপুর মহিলা (অনার্স) ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ইকবাল হোসেন জুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান,

পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, কেন্দ্রীয় যুবলীগ নেতা আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি কমল সরকার, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান, পৌর কাউন্সিলর আব্দুল কাদির, উপজেলা যুবলীগ এর সভাপতি সানাউল হক, যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকিম শোক প্রকাশ করে মরহুমের রেখে যাওয়া পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।