গৌরীপুরের পরম বৈষ্ণব অক্ষয় দাস’র পরলোকগমন

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

কমল সরকার’ গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপেজলার বাড়ীওয়ালা পাড়া নিবাসী প্রবীন পরম বৈষ্ণব শ্রী অক্ষয় চন্দ্র দাস(৯৫) বাধর্ক্যজনিত কারনে সোমবার (১৮মে) রাত ১১-৪০ মিনিটে নিজ বাড়ীতে পরলোকগমন করেছেন (ওঁ দিব্যা› লোকা› স গচ্ছতু) প্রয়াতের অন্ত্যোষ্টি ক্রিয়া ওইদিন রাতেই গৌরীপুর পৌর শ্বশানে সম্পন্ন করা হয়েছে।

কৃষ্ণ ভক্ত বৈষ্ণব অক্ষয় দাস ম্তৃ্যুকালে ৫ ছেলে’ ২ মেয়ে’১৩ নাতি- নাতনি ও অসংখ্য কৃষ্ণভক্ত রেখে গেছেন। তার মৃত্যুতে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর মন্দিরের সেবায়েত পরম বৈষ্ণব অভিরাম দাস অলক’ নরোত্তম সংঘের সভাপতি সুবল সরকার’ সাধারণ সম্পাদক সুজিত দেবনাথ’ গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম’ ওয়ার্ড কাউন্সিলর মোঃ এমরান মুন্সী’ সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী শামীম খান’ কালীখলা বাজার কালী মন্দিরের সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু’ কালিপুর বাগান বাড়ী পূজা মন্দিরের সভাপতি রতন সরকার’ গৌরীপুর মহিলা কলেজের লাইব্রিয়ান কামাল হোসেন প্রয়াতের আত্মার শান্তি কামনা করে তার রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।