গৌরীপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

কমল সরকার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২১ জানুয়ারী) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি দিনব্যাপী বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন।

এ দিন সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মত বিনিময় মিলিত হন। এর পূর্বে তাঁকে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত, সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান, প্রকৌশলী কর্মকর্তা আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক,

দৈনিক সময় সংবাদ
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) নিরঞ্জন কুন্ডু, জনস্বাস্থ্য প্রকৌশলী আঃ মান্নান, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা মাঈনুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান শহীদুল হক সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য-সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান প্রমুখ।

দৈনিক সময় সংবাদ
মত-বিনিময় শেষে বিভাগীয় কমিশনার গৌরীপুর পৌরসভা, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ, শালীহর ছায়ানীড় আবাসন প্রকল্প, তাঁতকুড়া সরকারী গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেন ও চান্দের সাটিয়া আমার বাড়ি, আমার খামার প্রকল্পের উঠান বৈঠকে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ২নং গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সুবিধাভোগীরা। সবশেষে তিনি স্থানীয় পাবলিক হলে গৌরীপুর পৌরসভার নির্বাচনে প্রার্থীদের সাথে মত-বিনিময় করেন।