গৌরীপুরের মেয়র’র কীর্ত্তন পরিদর্শন: নগদ অনুদান প্রদান

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের গোবিন্দ জিউর মন্দিরে শুরু হয়েছে ৫৬ প্রহরব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান ও হরিনাম সংকীর্ত্তন। (১২মার্চ)বৃহস্পতিবার রাতে উল্লেখিত হরিনাম সংকীর্ত্তন পরিদর্শন করেন গৌরীপুর পৌর সভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

এসময় তার সঙ্গে ছিলেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সঞ্জিব চন্দ্র দাস, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, মন্দির কমিটির সভাপতি অরুণ সাহা, সাধারণ সম্পাদক স্বপন এস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল প্রমুখ।

এ সময় মেয়র রফিক তাৎক্ষণিক নগদ অনুদান সহ গোবিন্দ জিউর মন্দিরের সকল উন্নয়ন কাজের সহযোগীতা দানের আশ্বাস দেন অনুষ্ঠানের উদ্যোক্তাদের।