হালুয়াঘাট সিমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ হালুয়াঘাট সিমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্তের ১১২৫ নং পিলার সংলগ্ন ভারতীয় সীমানার প্রায় দুইশত গজ অভ্যান্তরে ভারতীয় সিমান্ত রক্ষাকারি বাহিনী বিএসএফ এর গুলিতে মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে গোবড়াকুড়া সিমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার পশ্চিম গোবরাকুড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র আব্দুল জলিল (৪০)। নিহতের বড় ভাই শুকুর আলীসহ স্থানীয়রা জানান, গত সোমবার (২২ জুন) রাতে বাড়ি থেকে নিখোজ হয় মানসিক ভারসাম্যহীন আব্দুল জলিল (৪০)। পরে মঙ্গবার (২৩ জুন) সকালে সিমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে স্থানীয় সিমান্ত ফাড়ির বিজিবির সদস্যদের অবগত করেন। প্রাথমিক ভাবে জানতে পারেন নিহত ব্যক্তি তার ভাই আব্দুল জলিল। বিজিবি সদস্যরা পরে পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের লাশ উদ্ধার করতে বিকাল পাঁচটায় ভারতীয় সিমান্ত রক্ষাকারি বাহিনী বিএসএফ এর উর্ধ্বতন কতৃপক্ষের সাথে সীমান্তের ১১২৫ নং পিলার সংলগ্ন স্থানে বাংলাদেশ বডারগার্ড ৩৯ বিজিবির সিও তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩৯ বিজিবির সিও তৌহিদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, পতাকা বৈঠকের মাধ্যমে তারা নিহতের লাশ উদ্ধারের চেষ্টা করেছেন। কিন্ত ভারতীয় বিএসএফ এর পক্ষ থেকে মেডিকেল রিপোট তৈরি করতে না পারার জন্য লাশ হস্তান্তর করতে পারেন নি। বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে লাশ হস্তান্তর সম্পন্ন করা হবে বলে বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়। প্রাথমিক ভাবে বিজিবি নিহতের পরিচয় সনাক্ত করতে পারেন নি বলে জানান। হালুয়াঘাট থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, সিমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরির্দশন করেন। পাশাপাশি নিহত বাংলাদেশীর লাশ উদ্ধার করতে সিমান্তে গিয়েছিলেন। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার লাশ হস্তান্তর করা হবে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাট সিমান্তে বিএসএফ এর গুলিতে নিহত যুবকের লাশ তিনদিন পর হস্তান্তর হালুয়াঘাটের গোবরাকুড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত হালুয়াঘাট সিমান্তে বিজিবি’র গুলিতে ভারতীয় চোরাকারবারী নিহত,১ বিজিবির সদস্য আহত হালুয়াঘাট সিমান্তে নিহত ভারতীয় চোরাকারবারীর লাশ হস্তান্তর হালুয়াঘাটে রাবার ড্যাম স্থাপনে কৃষকের মূখে হাসির ঝিলিক গৌরীপুর গণপাঠাগারের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করে দেশের সুনাম অর্জন করতে হবে-সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হালুয়াঘাটে রাস্তায় ঘুড়ে ঘুড়ে ত্রাণ বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধে মানববন্ধন গৌরীপুরে মাস্ক না পড়ায় ৮হাজার ৬শ টাকা জরিমানা গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ SHARES Matched Content দেশের খবর বিষয়: এক বাংলাদেশী নিহতবিএসএফ এর গুলিতেহালুয়াঘাট সিমান্তে