গৌরীপুরে মাস্ক না পড়ায় ৮হাজার ৬শ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমানের নেতৃত্বে রোববার (২৭ ডিসেম্বর) পৌর শহরের মধ্যবাজার, পাটবাজার, ধানমহাল, কালিপুর দৈনিক বাজার এলাকায় মাস্ক ব্যবহারের সচেতনতায় ক্যাম্পেইন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাস্ক না ব্যবহার করা ও হ্যালমেটবিহীন মোটর সাইকেল চালানোর দায়ে ১৫জনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৮হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ কামরুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন।