হালুয়াঘাট সিমান্তে বিজিবি’র গুলিতে ভারতীয় চোরাকারবারী নিহত,১ বিজিবির সদস্য আহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০ জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বাংলাদেশ সিমান্ত রক্ষাকারী বাহিনীর (বিজিবি) গুলিতে ভারতীয় এক চোরাকারবারী নিহত হয়েছে। এ সময় চোরাকারবারীদের দাড়ালো অস্ত্রের আঘাতে মেহেদী নামে এক জন বিজিবির সদস্য আহত হয়েছেন । সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সারে ৪ টার দিকে উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সূর্যপুর ডুমনিকুড়া এলাকায় বাংলাদেশের অভ্যান্তরে ভারত সিমান্ত কুমুরিয়া নদীর পাড়ে ১১২৯ মেইন পিলারের সাব-পিলার ৪-এস এর নিকট স্থানীয় রব মড়লের আকাশী বাগড়ানে এ ঘটনা ঘটে। নিহত ভারতীয় নাগরিক ডেভিড মোমেন (৪৬) ভারতের মেঘালয়ের গারোহিলসের রাংসাংগারী গ্রামের জন এস মারাকের পুত্র। হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বাংলাদেশ সিমান্ত রক্ষাকারী বাহিনীর (বিজিবি) গুলিতে ভারতীয় এক চোরাকারবারী নিহতের খবরে সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে। বাংলাদেশ বডারগার্ড ৩৯ বিজিবি’র সিও লে. কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করে সাংবাদিকদের বলেন, সোমবার গভীর রাতে ৮/৯ জনের একটি চোরাকারবারী দলকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহল দল। এ সময় চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের উপর চাড়াও হয়ে অর্তির্কিত হামলা চালায়। এতে মেহেদী নামে এক বিজিবি সদস্য আহত হন। এ সময় অত্মরক্ষার্থে বিজিবি গুলিচালালে ভারতীয় চোরাকারবারী ডেভিড মোমেন নিহত হয়। অন্যান্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১২ বোতল অফিসার চয়েজ ভারতীয় মদ, ২৬০ পিস ইয়াবা ও দুইটি দাড়ালো দা সহ ভোটার আইডি কার্ড উদ্বার করেন। Share this:FacebookX Related posts: হালুয়াঘাট সিমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত হালুয়াঘাট সিমান্তে নিহত ভারতীয় চোরাকারবারীর লাশ হস্তান্তর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় হালুয়াঘাটে নবজাতকের লাশ উদ্ধার ভালুকায় জুতার কারখানায় ৮লাখ টাকার মালামাল চুরি গৌরীপুরে সরকারী না ব্যাক্তি’র গাছ কে কাটে? এসিল্যান্ড জানলেও ইউএনও জানেন না! গৌরীপুরে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত ঈশ্বরগঞ্জে সোয়া ২৫ কোটি টাকার কাজের ভিত্তি প্রস্থর স্থাপন হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশান ঘাট মন্দিরে অনুদানের চেক বিতরণ সরিষাবাড়ীতে খাদে পড়ে সিএনজি চালকের মৃত্যু কেন্দুয়ায় অবৈধ ইটভাটা ভেঙ্গে দিলেন ম্যাজিষ্ট্রেট হালুয়াঘাটে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত SHARES Matched Content জাতীয় বিষয়: বিজিবি’র গুলিতেভারতীয় চোরাকারবারী নিহতহালুয়াঘাট সিমান্তে