গৌরীপুরের শাহগঞ্জ ইসলামীয়া ক্যাডেট মাদরাসায় প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ কমল সরকার’গৌরীপুর ; করোনা ভাইরাসের সংক্রমনের শঙ্কায় দেয়া সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ ইসলামী ক্যাডেট মাদরাসায়। সারাদেশে যখন স্কুল-কলেজ’ মাদরাসা কোচিং সেন্টার’ এমনকি ব্যাক্তিগত প্রাইভেট পড়ানো যখন বন্ধ রয়েছে। আর ঠিক সেই সময়ে রোববার (১৪ জুন) একটি মাদরাসায় প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবরে তোলপাড় শুরু হয়েছে এলাকায়। রোববার সকাল ১১টায় সরজমিনে গিয়ে দেখা যায়, কক্ষের ভিতর তিন দিক-দিয়ে কাপড়ের ঘেড়াও দিয়ে শ্রেণি কক্ষে চলছে পরীক্ষা। প্রথম শ্রেণির কক্ষে প্রতি বেঞ্চে ৩জন করে ১৮জন পরীক্ষা দিচ্ছে। একটি শ্রেণি কক্ষে যাওয়ার পরেই মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা সটকে পড়েন। প্রথম শ্রেণির ছাত্র তামিম ইকবাল জানায়, তাদের আজকে আরবী পরীক্ষায় অংশ নিয়েছে। এর আগেও ৬টি বিষয়ে পরীক্ষা দিয়েছে তারা। প্রতিবেশী সুমন মিয়া জানান, প্রত্যেক দিন সকাল ৮টা এবং সকাল ১১টায় দুই শিফটে পরীক্ষা নেয়া হচ্ছে। মাদরাসার আরেক শিক্ষার্থী নয়ন মিয়া জানান, ইতোমধ্য তার পরীক্ষ হয়েছে ৪টি। শিক্ষকগণ ১ম সাময়িক পরীক্ষা প্রশ্নপত্র ও উত্তরপত্র দিয়ে তারা পরীক্ষায় নিয়েছে। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামছুন নাহার ইতি জানান, মাদরাসা বন্ধ, দু’জন শিক্ষক প্রাইভেট পড়াচ্ছেন। প্রশ্নপত্র আর উত্তরপত্র নিয়ে পরীক্ষা প্রসঙ্গে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। করোনা ভাইরাসের কারণে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, অভিভাবকদের চাপ আছে, তাদের চাপে পরীক্ষা নেয়া হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাশেদুল ইসলামকে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরের ৫০মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উৎপাদনের প্রস্তুতি প্রায় শেষের দিকে গৌরীপুরের মেয়র’র কীর্ত্তন পরিদর্শন: নগদ অনুদান প্রদান ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গৌরীপুরের বোরহান উদ্দিন গৌরীপুরের কৃতি সন্তান ডাঃ আকাশ জাপা কেন্দ্রীয় মেডিকেল টিম সমন্বয়কারী গৌরীপুরের পথে পথে ইফতার নিয়ে ঢাবি ছাত্রলীগের সভাপতি গৌরীপুরের পরম বৈষ্ণব অক্ষয় দাস’র পরলোকগমন গৌরীপুরের শ্যামগঞ্জে ভ্রাম্যামান আদালতে’র সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা গৌরীপুরের ভাষা সৈনিক ডাঃ এম এ সোবাহান এর ৯ম মৃত্যুবার্ষিকী বুধবার গৌরীপুরের ভাঙ্গা রাস্তা সংস্কার করেছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি গৌরীপুরের অপ্রতিরোধ্য মাদক সম্রাট কাজল! গৌরীপুরের দল বিজয়ী মা ও শিশু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা গৌরীপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার SHARES Matched Content দেশের খবর বিষয়: ইসলামীয়া ক্যাডেট মাদরাসায়গৌরীপুরেরপ্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত!শাহগঞ্জ