ত্রিশালে পুত্রের হাতে পিতা খুন

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালের আমিরাবাড়ীতে পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে। ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের ছনকান্দা কামারপাড়া গ্রামের আইয়ুব আলীর (৭০) পুত্র এনামুল গলা কেটে তার পিতাকে হত্যা করে।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, আইয়ুব আলী তার সম্পত্তি এনামুলকে না দিয়ে অন্যান্য ছেলেদের লিখে দেয়ার ঘটনায় এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ত্রিশাল থানার ওসি মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইয়ুব আলী অন্যদের ছেলেদের সাথে থাকত, বুধবার সে এনামুলের বাড়িতে আসে। তিনি আরো জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।