ত্রিশালে মেয়র প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকারের মত বিনিময়

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

এনামুল হক,ময়মনসিংহ:-ময়মনসিংহের ত্রিশালে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব নবী নেওয়াজ সরকারের পক্ষে মত এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০জানুয়ারী) সন্ধ্যায় ত্রিশাল পৌর বাজার পুরাতন ছাগল হাটায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান চানু।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নৌকার দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোভা আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট জিয়ারুল হক সবুজ, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি,পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোকসেদুল আমিন,উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল, উপজেলা কৃষকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জল, যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ন সাধারণ সস্পাদক শামস ই নোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক নেয়ামত আলী খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালেক সামী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার।