ইয়াবাসহ পাঁচ মামলার আসামি কিরণ রাড়ী গ্রেফতার

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

অনলাইন ডেস্ক : ইয়াবাসহ পাঁচ মামলার আসামী কিরণ রাড়ীকে কালকিনী থেকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা। র‌্যাব প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যর ভিত্তিতে মাদারীপুর জেলার কালকিনী থানার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর গ্রামে মাদক কেনা বেচার গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও করে কালকিনী থানার সাহেবরামপুর গ্রামের মো. হোসেন রাঢ়ীর ছেলে মো. কিরণ রাঢ়ী (৪২)কে আটক করে। আটককৃত কিরণের কাছ থেকে ১শ ৩৪পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৫২০টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত কিরণের বিরুদ্ধে কালকিনী থানায় চারটি মাদক মামলা ও একটি চুরি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।

মাদকসহ কিরণকে গ্রেফতারের ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর পক্ষ থেকে ওই রাতেই কালকিনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।