অসহায় কর্মহীন মানুষের জন্য নিরলস ছুটে চলেছেন জেলা পরিষদ চেয়ারম্যান

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

আব্দুর রহিম, জেলা প্রতিনিধি খাগড়াছড়ি : সারা বিশ্ব প্রাণপন লড়াই করছে এক অদৃশ্য জীবানুর বিরুদ্ধে, উদ্দেশ্য প্রাণে বেঁচে থাকা। এ চেষ্টায় পিছিয়ে নেই আমাদের আমাদের দেশও। এই মরণঘাতি জীবানুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সরকারী বেসরকারী ভাবেও নেয়া হচ্ছে না পরিকল্পনা।

বেঁচে থাকার লড়াই করতে গিয়ে বেকার হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। আর এসকল বেকার অসহায় প্রান্তিক মানুষ গুলোর ক্ষুদার জ্বালা মেঠাতে, তাদের মুখে হাঁসি ফোটাতে, সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও পাহাড়ি জনপদে প্রতিনিয়ত ছুটে চলেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী।

জেলার প্রত্যেকটা উপজেলায় তাঁর আন্তরিকতায় ও চেষ্টায় অমহায় প্রান্তিক মানুষদের কাছে পৌঁছাচ্ছে ত্রান সামগ্রী। চলমান এ কর্মসূচির অংশ হিসেবে, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৩৮০ জন কর্মহীন ব্যাক্তির মাঝে ২দফায় ত্রাণ সামগ্রী বিরতণ করেছেন তিনি।

রবিবার(১৭মে)বিকাল ৪টা হাফছড়ির বটতলী,সাইংগুলি পাড়া,বড়পিলাক, জালিয়াপাড়ায় তিনি স্বশরীরে উপস্থিত থেকে অসহায় কর্মহীন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ সময় তাঁর সাথে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ,গুইমারা সদর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মার্মা, ২নং হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, ইউপি সদস্য সুইউ মার্মা,কালা মার্মা,আবদুল মোতালেব, আরমান হোসেন প্রমুখ।