শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নৌ-প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

অনলাইন ডেস্ক : নদীমাতৃক এই দেশকে সোনার বাংলা গড়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীরহাট বাস টার্মিনালে ঢাকা-লক্ষ্মীপুর নৌ পথের ড্রেজিং কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নৌ-প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার স্থানে নিয়ে গেছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আলোকবর্তিকা। তাঁর আলোয় আলোকিত হচ্ছে দেশ। বিদেশীরা যে প্রকল্পকে অসম্ভব বলেছিলো, মেগা প্রকল্প পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, চার লেন-ছয় লেনের মহাসড়ক, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল এবং বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ করছেন তিনি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিআইটিএ’র প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু মো. ইউছুফ ছৈয়াল।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর নৌ-বন্দর বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ভূঁইয়া আজাদ।

প্রতিমন্ত্রী এ সময় ঢাকা-লক্ষ্মীপুর নৌপথে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে মজু চৌধুরীরহাট সংলগ্ন চররমণী এলাকার মেঘনা নদীর ২৫ কিলোমিটার নৌ-পথের খনন কাজের উদ্বোধন করেন।

ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেড ও বিআইডব্লিউটিএ’র নিজস্ব ড্রেজার দিয়ে খননের এ প্রকল্প শেষ করতে আগামী দুই বছর সময় নির্ধারণ করা হয়।

এর ফলে লক্ষ্মীপুর-ভোলা ও ঢাকা-লক্ষ্মীপুর উভয় নৌপথের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার কমবে।