ব্রাহ্মণবাড়িয়ায় চাউল গোডাউন সিলগালা: ভ্রাম্যমান্য আদালতে জরিমানা

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার সদরে আনন্দ বাজার এলাকায় চাউলে গোডাউন সিলগালাসহ জরিমানা এবং জগৎ বাজার ও নয়াবাজার এলাকায় পিঁয়াজের দোকানে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান্য আদালত।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন কতিপয় অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাসের অজুহাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোগ্য পন্যের দাম বৃদ্ধি করে বিক্রি করে আসছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কিশোর কুমার দাস’গণের নেতৃত্বে একটি আভিযানিক দল ২২/০৩/২০২০ ইং তারিখ ১৫.০০ ঘটিকা হতে ১৯.০০ ঘটিকা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন আনন্দ বাবাজ, জগৎবাজার ও নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে
dainik somoy sangbad
১। মোসার্স ইব্রাহিম মিয়া ট্রেডার্স এর মালিক মোঃ ইব্রাহিম মিয়া (৫০), পিতা- হাজী নুর মিয়া, সাং-নাটাই, থানা-সদর, ব্রাহ্মণবাড়িয়া’কে চাউল গুদাম জাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করার অপরাধে ২৬৪৭ বস্তা চাল ভর্তি গুদাম সিলগালা এবং ১,০০,০০০ টাকা জরিমানা করেন, ২। ওলিউল্লাহ স্টোর এর মালিক ওলিউল্লাহ (৩০), পিতা-আব্দুর রশিদ মিয়া, সাং-জগৎবাজার, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া করুনা ভাইরাসের অজুহাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোগ্য পন্য পিঁয়াজ বেশি দাম বৃদ্ধি করে বিক্রি করার অপরাধে ১০,০০০ টাকা জরিমানা করেন, ৩। আল্লাহরদান স্টোর এর মালিক নজরুল ইসলাম (৪৬), পিতা-হাজী মোহাম্মদ আলী, সাং-জগৎবাজার, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া পিঁয়াজ বেশি দাম বৃদ্ধি করে বিক্রি করার অপরাধে ১০,০০০ টাকা জরিমানা করেন,

৪। ফয়সাল স্টোর এর মালিক ফয়সাল (৩৭), পিতা-আবুল হোসেন, সাং-জগৎবাজার, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া পিঁয়াজ বেশি দাম বৃদ্ধি করে বিক্রি করার অপরাধে ৫,০০০ টাকা জরিমানা করেন, ৫। দুলাল স্টোর এর মালিক দুলাল মিয়া (৩৫), পিতা-ধনু মিয়া, সাং-নয়াবাজার, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া পিঁয়াজ বেশি দাম বৃদ্ধি করে বিক্রি করার অপরাধে ৫,০০০ টাকা জরিমানা করেন, ৬। মিন্টু স্টোর এর মালিক মিন্টু পাল (৫৬), পিতা গৌরাঙ্গ চন্দ্র পাল, সাং-নয়াবাজার, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া পিঁয়াজ বেশি দাম বৃদ্ধি করে বিক্রি করার অপরাধে ১০,০০০ টাকা জরিমানা করেন,

৭। জাকির হোসেন স্টোর এর হরিধন পাল (৫৬), পিতা- মৃত অমর চন্দ্র পাল, সাং-নয়াবাজার, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া পিঁয়াজ বেশি দাম বৃদ্ধি করে বিক্রি করার অপরাধে ৫,০০০ টাকা জরিমানা করেন।