​সেনবাগে মুক্তিযোদ্ধা ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : নোয়াখালীর সেনবাগে শীতার্ত ২০০০ মুক্তিযোদ্ধা ও অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন শহীদ বীর বিক্রম তরিক উল্যাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান,লায়ন মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা,সানজি গ্রুপের কর্ণধার ও মেঘনা ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক।

শনিবার সকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মানিকের নিজ বাড়িতে উক্ত কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর আরো ৪টি স্পটে তিনি উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মমিন উল্যা, আওয়ামী লীগ নেতা ডাক্তার আবুল কালাম, আজাদুল ইসলাম আজাদ,মেঘনা ব্যাংক সেনবাগ শাখা ব্যবস্থাপক বাহার উল্যা প্রমূখ।

জনাব মানিক জানান, প্রতি বছরই আমি শীতার্ত মুক্তিযোদ্ধা ও অসহায় দুস্থদের পাশে থাকি,তারই ধারাবাহিকতা হিসেবে এবারো তাদের পাশে দাঁড়িয়েছি। করোনা সহ যে কোন দুর্যোগেই আমি অসহায়দের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।