পটিয়ায় শ্রমিক নেতা সেকু ৭ ধরে নিখোজ : উদ্ধার দাবিতে সংবাদ সন্মেলন

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরীঃ- চট্টগ্রামের পটিয়া অটো-টেম্পো শ্রমিক কল্যাণ সমবায় সমিতির অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শেকু ৭ ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শ্রমিক নেতা সেকু সন্ধান পেতে প্রশাসনে সহায়তা চেয়ে ১২ জানুয়ারি রবিবার বিকালে শেকুর পরিবার ও সংগঠনের নেতা কর্মীরা সমিতির কার্য়লয়ে সাংবাদিক সন্মেলন করে। সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটিয়া অটো-টেম্পো সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম( হিরু)।

উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বদিউল আলম, নিখোঁজ শহিদুল ইসলাম শেকু স্ত্রী মনোয়ারা বেগম, পুএ নজরুল ইসলাম হৃদয়, মেয়ে রাদিয়া মুনজারিন রিয়া,পটিয়া- আনোয়ার- চন্দনাইশ শ্রমিক ইউনিয়ন সভাপতি নাছির উদ্দীন, সম্পাদক নুরনবী, সহ-সভাপতি মোঃ সোলাইমান,দপ্তর সম্পাদক আলী আকবর, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, সমিতির সহ সভাপতি মোঃ লোকমান বাচা, সাংগঠনিক হারুনুর রশিদ, প্রছার সম্পাদক বেলাল, সদস্য মোঃ জামাল উদ্দীন, আলী আকবর, বদিউল আলম,আবুল হোসেন, বেলাল,মোঃ রফিক, হিসাব রক্ষক কেএম আমজাদ হোসেন, আকতার হোসেন, মুহাম্মদ মুছা, প্রমুখ।

লিখিত বক্তব্য সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন সমিতির অর্থ সম্পাদক সেকু গত ৬ জানুয়ারি বিকাল ৪টা থেকে নিখোঁজ রয়েছে। আমাদের সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী ও সেকুর পরিবারের সদস্যরা অনেক খুঁজা খুঁজিি করে না পেয়ে পটিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছি। যার নং ৩৮৮/২০। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কোন আন্দোলন না করে শুধুমাএ নিখোঁজ শ্রমিক নেতা শহিদুল ইসলাম সেকুর সন্ধান পেতে পটিয়া পুলিশ প্রশাসন সহ উর্ধতন সকল প্রশাসনে সহযোগিতা কামনা করছি যাতে নিখোঁজ শ্রমিক নেতা শহিদুল ইসলাম সেকু সন্ধান পেয়ে তার পরিবারের চরম হতাশা থেকে মুক্তির জন্য মানবিক হস্তক্ষেপ কামনা করেন।