পটিয়ায় শ্রমিক নেতা সেকু ৭ ধরে নিখোজ : উদ্ধার দাবিতে সংবাদ সন্মেলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরীঃ- চট্টগ্রামের পটিয়া অটো-টেম্পো শ্রমিক কল্যাণ সমবায় সমিতির অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শেকু ৭ ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শ্রমিক নেতা সেকু সন্ধান পেতে প্রশাসনে সহায়তা চেয়ে ১২ জানুয়ারি রবিবার বিকালে শেকুর পরিবার ও সংগঠনের নেতা কর্মীরা সমিতির কার্য়লয়ে সাংবাদিক সন্মেলন করে। সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটিয়া অটো-টেম্পো সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম( হিরু)। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বদিউল আলম, নিখোঁজ শহিদুল ইসলাম শেকু স্ত্রী মনোয়ারা বেগম, পুএ নজরুল ইসলাম হৃদয়, মেয়ে রাদিয়া মুনজারিন রিয়া,পটিয়া- আনোয়ার- চন্দনাইশ শ্রমিক ইউনিয়ন সভাপতি নাছির উদ্দীন, সম্পাদক নুরনবী, সহ-সভাপতি মোঃ সোলাইমান,দপ্তর সম্পাদক আলী আকবর, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, সমিতির সহ সভাপতি মোঃ লোকমান বাচা, সাংগঠনিক হারুনুর রশিদ, প্রছার সম্পাদক বেলাল, সদস্য মোঃ জামাল উদ্দীন, আলী আকবর, বদিউল আলম,আবুল হোসেন, বেলাল,মোঃ রফিক, হিসাব রক্ষক কেএম আমজাদ হোসেন, আকতার হোসেন, মুহাম্মদ মুছা, প্রমুখ। লিখিত বক্তব্য সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন সমিতির অর্থ সম্পাদক সেকু গত ৬ জানুয়ারি বিকাল ৪টা থেকে নিখোঁজ রয়েছে। আমাদের সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী ও সেকুর পরিবারের সদস্যরা অনেক খুঁজা খুঁজিি করে না পেয়ে পটিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছি। যার নং ৩৮৮/২০। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কোন আন্দোলন না করে শুধুমাএ নিখোঁজ শ্রমিক নেতা শহিদুল ইসলাম সেকুর সন্ধান পেতে পটিয়া পুলিশ প্রশাসন সহ উর্ধতন সকল প্রশাসনে সহযোগিতা কামনা করছি যাতে নিখোঁজ শ্রমিক নেতা শহিদুল ইসলাম সেকু সন্ধান পেয়ে তার পরিবারের চরম হতাশা থেকে মুক্তির জন্য মানবিক হস্তক্ষেপ কামনা করেন। Share this:FacebookX Related posts: পটিয়ায় দক্ষিণ জেলা জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্টা বার্ষিকী পালিত পটিয়া মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পটিয়ায় জেএসসিতে আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষে পটিয়ার কুসুমপুরা ইউপি সদস্য নুরুল আলমকে কুপিয়ে জখম পটিয়ায় শ্রমিকনেতা শহিদুল ইসলাম সেকু নিখোঁজ পটিয়ায় বধির প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন পটিয়ায় রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কমিটি গঠন পটিয়ায় ৩৪ বছর পর মাওলানা মাবুদের মাদ্রাসা এম.পি.ও হল চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জনের প্রাণহানি পটিয়া আলম প্লাজা ব্যাবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আজগর,সম্পাদক নুরুল পটিয়া-চন্দনাইশ-রামু বনবিভাগের অভিযান ৫লাখ টাকার কাঠ জব্দ পটিয়া আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ সিদ্দিকীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ৭ ধরে নিখোজউদ্ধার দাবিতে সংবাদ সন্মেলনপটিয়াশ্রমিক নেতা সেকু