চন্দনাইশ ফাউন্ডেশন ও রোটারি ক্লাবের উদ্যোগে কম্বল ও মশারী বিতরন

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ হাশিমপুর গুচ্ছ গ্রামে শতাধিক সুবিধা বঞ্চিত হত-দরিদ্র পরিবারের মাঝে শীত, ডেঙ্গু ও চিকন গুনিয়া প্রতিরোধে মশারী এবং কম্বল বিতরণ করেন চন্দনাইশ ফাউন্ডেশন ও রোটারি ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩২৮২ চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দ।

২৫ ডিসেম্বর সকালে উপজেলার হাশিমপুর গুচ্ছ গ্রাম এলাকায় এই কম্বল ও মশারী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগাং অ্যাপডাউন ও চন্দনাইশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু হাসান মোহাম্মদ সাইফুদ্দীন চৌধুরী রিটন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট চেয়ারম্যান ও সিপি মো.নজরুল ইসলাম নান্টু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক মো.কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো.আবু সাঈদ মুন্না। এই সময় আরো উপস্থিত ছিলেন, রোটারি ও চন্দনাইশ ফাউন্ডেশন সদস্যবৃন্দ যথাক্রমে মো.হোসাইন চৌধুরী, এস আই বাবু চৌধুরী, খন্দকার মো.সাইফুদ্দীন, শাহাদাত হোসেন মুরাদ, আজিমুল হক সিহাব চৌধুরী, মামুনুর রহমান, মো.এরফানুল হক, মো.হারুন,কামরুল ইসলাম, শিবলু,আকবর, মারুফ, ফয়সাল, সাইমন, ছোটন রানা প্রমুখ। এই সময় অতিথিরা বলেন, মানবিকতার অংশ হিসেবে আমরা চন্দনাইশ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার গরীব অসহায় মানুষদের মাঝে শীতের কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি।

এলাকার গরিব মানুষগুলো কষ্ট পাচ্ছে, তাদের দুঃখ কষ্ট বুঝতে পেরে আমাদের সামর্থ্য অনুযায়ী এলাকার শতাধিক মানুষকে কম্বল ও মশারী বিতরণ করেছি। এ ধরনের উদ্যোগ সমাজের সকলের নেয়া উচিত। অন্যদিকে এই তীব্র হাড় কাঁপানো শীতের মাঝে কম্বল ও মশারী পেয়ে আনন্দিত এলাকাবাসী।