বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রোববার রাত দেড়টার দিকে উপজেলার আমতলী রেজু সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. জোবায়ের ও দিন মোহাম্মদ।

বিজিবি’র বরাত দিয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মারাত্মক জখম অবস্থায় ওই দু’জনকে কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তারা কোন ক্যাম্পের সেটা জানা যায়নি।

তিনি আরও জানান, নিহতদের নিকট থেকে এক লাখ পিস ইয়াবা এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।