ভালুকায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

তমাল কান্তি সরকার,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন পৌর বিএনপি নেতা আলহাজ¦ মো. হাতেম খান।

১৪ মে বৃহষ্পতিবার সকালে তিনি পৌর সভার ৯ নম্বর ওয়ার্ড এলাকার আমান উল¬্যাহ খানের বাড়ি সংলগ্ন মাঠে ওই ওয়ার্ডের ৮ শত ৫৪ কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমান উল্যাহ খান তাজুন, সাবেক মেম্বার মঞ্জুরুল ইসলাম, আসাদ খান, আতিক উল্যাহ পাঠান, কায়েস আলম খান, সাইফুল ইসলাম ও আজিজুল হক খান প্রমুখ।

আলহাজ¦ মো. হাতেম খান জানান, তিনি পৌর সভার ৫৬শ নিন্ম আয়ের অভাবী পরিবারের মাঝে পর্যায়ক্রমে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। ওই ঈদ সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে দুই কেজি চিনি গুড়া চাল, দুই প্যাকেট সেমাই, সোয়াবিন তৈল, লবন, চিনি আর সাবান।