ময়মনসিংহের ডিবি’র অভিযানে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ডিবির এসআই মোঃ আলাউদ্দিন বাদল সোমবার সন্ধ্যায় সংগীয় অফিসার ফোর্সসহয় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে বিরুনিয়া থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শাহ মামুনকে গ্রেফতার করে। তার বাড়ি গফরগাওয়ের পাগলা থানায়।

এছাড়া এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ হালুয়াঘাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঐ দিনই সন্ধ্যায় জয়রামকুড়া থেকে তিন শত পিস ইযাবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আঃ হান্নান, মাসুম মিয়া ও উজ্জল মিয়াকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।