রাণীনগরের বিভিন্ন স্থানে লোক সমাগম অব্যাহত

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : নওগাঁর রাণীনগরে প্রশাসন তৎপর থাকার পরেও উপজেলার বিভিন্ন মোড়ে ও বাজারে জনসমাবেশ কমছে না। রাণীনগর উপজেলা বর্তমানে লকডাউন। এখনো আগের মতো মানুষের চলাফেরা রয়েই গেছে।
এছাড়া, সামাজিক দূরত্বও কেউ মানছে না। নিজেদের ইচ্ছেমতো চলাফেরা অব্যাহত রেখেছে।

উপজেলার কালীবাড়ি হাট, বিজয়ের মোড়, চৌরাস্তার মোড়, উপজেলা গোলচত্বরসহ কয়েকটি স্থানে গিয়ে দেখা যায় গোপনে কিছু চা দোকান খোলা রয়েছে। আর এই সুযোগে দোকানগুলোতে ভীড় লেগেই আছে।

এছাড়াও, কাঁচা বাজার, মাছ বাজারসহ বিভিন্ন স্থানে এতো পরিমাণ লোক সমাগম দেখে মনে হবে যেন মেলা বসেছে। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক যে দূরত্ব নিশ্চিত করা হয়েছে এ বিষয়ে কেউ সচেতন নয় কিংবা বিষয়টি জেনেও তা মেনে চলার কোন মানসিকতা নেই বললেই চলে।অপরদিকে, উপজেলায় বিদেশ থেকে আসা কিছু প্রবাসীদের কোন হদিস না পাওয়ায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় অনেকেই জানান, প্রশাসনের সঠিক নজরদারীর অভাবে এই অনিয়মগুলো চলছে। কেউই সঠিক ভাবে করোনা ভাইরাস সম্পর্কে সরকারের বেধে দেওয়া নিয়ম-কানুনগুলো পালন করছে না।

এছাড়া, ঢাকা থেকে যারা এলাকায় এসেছে তাদেরকে নিয়ে দুঃশ্চিন্তা আরো অনেক বেড়ে গেছে। কারণ তারা এলাকায় এসে কোন নিয়ম-কানুন ছাড়াই অবাধে চলাফেরা করছেন।

এদিকে, উপজেলার সাপ্তাহিক হাটগুলোতেও তাদের কার্যক্রম চালাতে দেখা গেছে। উপজেলার সব বড় ও ঐতিহ্যবাহী হাট আবাদপুকুর হাট বসে গত বুধবার। পরে উপজেলা প্রশাসন হাটে লোক পাঠিয়ে কিছুটা লোক সমাগম কমাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত হাটের কার্যক্রম চলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, জনসচেতনায় বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছি। অনিয়মের অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে। এরপরও যদি কোথাও করোনা ভাইরাস প্রতিরোধে জারি করা নিয়ম-কানুনগুলো সঠিক ভাবে মেনে চলা না হয় তাহলে জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।