ফ্রান্সে করোনাভাইরাসে ১৬-বছরের বালিকাসহ ৩৬৫ জনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : ফ্রান্সে করোনাভাইরাসে বৃহস্পতিবার ১৬-বছরের এক বালিকাসহ ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ফ্রান্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জারুমী সালোমন সাংবাদিকদের বলেন, এ ভাইরাসে ফ্রান্সের হাসপাতালে মোট ১,৬৯৬ জনের মৃত্যু হয়েছে। তবে যারা বাসাতে বা বৃদ্ধানিবাসে মারা গেছেন তারা এই সংখ্যার বাইরে রয়েছে। তিনি বলেন, ফ্রান্সে এ পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ১৫৫ জন আক্রাস্ত হয়েছে। তিনি আরও বলেন, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট ১৩ হাজার ৯০৪ জনের মধ্যে ৩ হাজার ৩৭৫ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তিনি বলেন, প্যারিসের ইলি-ডি-ফ্রান্স অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ বছর বয়সী এ বালিকার মৃত্যু হয়েছে। তিনি উল্লেখ করেন, মহামারী করোনাভাইরাসে তরুণদের মৃত্যুর ঘটনা কম। করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়া রোধে ফ্রান্স ১৭ মার্চ থেকে লকডাউনের ঘোষণা দিয়েছে। ফ্রান্সে লকডাউন অব্যাহত থাকায় কেবলমাত্র নিত্যপ্রয়োজনীয় বাজার করার জন্য ঘরের বাইরে যাবার সুযোগ রয়েছে। (বাসস) Share this:FacebookX Related posts: করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩শ ছাড়িয়েছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩, আক্রান্ত ২৮০১৮ করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে সংখ্যা বেড়ে ২১২০ করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৪৬২ করোনাভাইরাসে ইরানের সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু চীনে নতুন করে করোনাভাইরাসে ২৭ জনের মৃত্যু বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর শতকরা ৭০ ভাগ ইউরোপে করোনাভাইরাসে মৃতদের জন্য চীনে নীরবতা পালন করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮০,০০০ ছাড়িয়েছে ফ্রান্সের আইসিইউতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে ফ্রান্সে গুলিবিদ্ধ হয়ে ৩ পুলিশের মৃত্যু, আহত ১৪ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ১৬-বছরের বালিকাসহ৩৬৫ জনের মৃত্যুকরোনাভাইরাসেফ্রান্সে