করোনা আইসোলেশনের চুরি হওয়া অক্সিজেন সিলিন্ডারের মিটার উদ্ধার, গ্রেফতার ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২০ অনলাইন ডেস্ক : বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আইসোলেশন সেন্টার মোহাম্মাদ আলী হাসপাতাল থেকে চুরি হওয়া অক্সিজেন সিলিন্ডারের মিটার উদ্ধার করেছে সদর থানা পুলিশ। হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী হিরা লাল অক্সিজেন সিলিন্ডারের মিটার চুরি করে বেসরকারি ক্লিনিকের কাছে বিক্রি করে দিয়েছিল। এসব ঘটনায় পুলিশ তনিজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। বগুড়া সদর থানার উপ পরিদর্শক খোরশেদ আলম রবি জানান, শুক্রবার ১৯ জুন হাসপাতালের পরিচ্ছনকর্মী হিরালাল দুটি সিলিন্ডার থেকে মিটার চুরি করে শহরের ঠনঠনিয়া শান্তপলি ক্লিনিকের ম্যানেজারের কাছে বিক্রি করে দেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাসপাতালের পরিচ্ছন্নকর্মী হীরা লাল পুলিশকে জানায়, সে মিটার দুটি শহরের শান্তপলি ক্লিনিকে বিক্রি করে দিয়েছে। শুক্রবার রাতেই ওই ক্লিনিক থেকে চুরি যাওয়া মিটার দুটি উদ্ধার এবং এসময় শান্তপলি ক্লিনিকের ম্যানেজার ফেরদৌস আলম ও কর্মচারি ঠান্ডু মিয়াকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মিটার দুটির মূল্য ১৩ হাজার টাকা। এঘটনায় গ্রেফতার করা হয় বগুড়া সদরের ঠনঠনিয়া এলাকায় মৃত দীপ লালের পুত্র হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী হিরা লাল (৩৫), জেলার শিবগঞ্জ উপজেলার দহিলাম গ্রামের ইদ্রিস আলীর পুত্র শান্তপলি ক্লিনিকের ম্যানেজার ফেরদৌস আলম (৪৫) ও শাজাহানপুর উপজেলার পারটেকুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র একই ক্লিনিকের কর্মচারী ঠান্ডু মিয়া (৫০)। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান জানান, হাসপাতালের আরএমও ডাক্তার শফিক আমিন কাজল থানায় মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে মামলার তিন আসামী হীরা লাল, ফেরদৌস আলম ও ঠান্ডু মিয়াকে আদালতের মাধ্যমেও কারাগারে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে করোনা প্রতিরোধে প্রশাসনের মাইকিং করোনা রোগীর চিকিৎসা দিতে প্রস্তুত আত্রাই হাসপাতাল আত্রাইয়ে করোনা সংক্রমণরোধে বন্ধ হলো সাপ্তাহিক হাট বড়াইগ্রাম-গুরুদাসপুরে করোনা সচেতনতায় সাংসদ কুদ্দুসের মাইকিং রূপপুর প্রকল্পের নির্মাণ কাজ: করোনা পরিস্থিতিতেও পূর্ণদমে চলছে আত্রাইয়ে করোনা সংক্রামণরোধে জীবানুনাশক স্প্রে অব্যাহত করোনা: বাইরে যাওয়া নিষেধ, স্ত্রী’ই নরসুন্দর! সাপাহারে করোনা পরিস্থিতিতে ১কেজি গাঁজাসহ আটক-২ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩ আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক SHARES Matched Content দেশের খবর বিষয়: অক্সিজেন সিলিন্ডারের মিটার উদ্ধারআইসোলেশনেরকরোনাগ্রেফতার ৩চুরি হওয়া