নওগাঁয় জেলা প্রশাসন ও সেনাবাহিনী সচেতনতা মূলক মাইকিং ও টহল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে নওগাঁয় জেলা প্রশাসনের সমন্বয়ে ও সেনাবাহিনী সচেতনতামুলক বিভিন্ন কাজ শুরু করেছে। শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও সেনা সদস্যরা নওগাঁ শহরের বিভিন্ন স্থানে এ কাজ শুরু করেন। নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ জানান, সেনা সদস্যরা জেলা প্রশাসনের সাথে শহরের মুক্তির মোড় ও গোস্তহাটির মোড়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরন, মাইকিং ও বাজার মনিটরিং করেন । বগুড়া সেনানিবাসের ১০ বি‘র অধিনায়ক লে: কর্নেল মাহবুদ হাসানের নেতৃত্বে সেনা সদস্য মাঠে কাজ করছেন। কোথাও যেন জনসমাগম না হয় বা জনগণ যাতে অযথা বাহিরে বের না হয়ে বাড়িতে অবস্থান করেন, সে বিষয়ে তাঁরা নজরদারি করছেন। মানুষকে করোনা ভাইরাসের সম্পর্কে সচেতন করছেন তাঁরা। এছাড়াও সেনাবাহিনী পক্ষ থেকে লিফলেট বিতরন, মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকা ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়াও করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন কেউ বাড়াতে না পারেন, সে বিষয়টি তাঁরা নিশ্চিত করছেন। এছাড়া শহরের বিভিন্ন রাস্তায় জীবানুনাশক ঔষধ মিশ্রিত পানি ছিটানো হচ্ছে। জেলার ১১টি উপজেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সেনা সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। Share this:FacebookX Related posts: নওগাঁয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নওগাঁয় ৪ কেজি গাঁজাসহ আটক-৩ সামাজিক দুরত্ব বাজায় রাখতে নওগাঁয় কঠিন অবস্থানে সেনাবাহিনী নওগাঁয় একদিনে ১৫৭ জন হোম কোয়ারেন্টাইনে, ১১৬ জনের রির্পোট নেগেটিভ নওগাঁয় নারীর মৃতদেহ উদ্ধার নওগাঁয় রিকশা-ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ নওগাঁয় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নওগাঁয় এলজিএসপির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের নওগাঁয় বৃদ্ধি পাচ্ছে রেশম চাষ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় SHARES Matched Content দেশের খবর বিষয়: জেলা প্রশাসননওগাঁয়মাইকিং ও টহলসচেতনতা মূলকসেনাবাহিনী