ভালুকায় অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকায় অর্ধগলিত অজ্ঞাত মধ্যবয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ১৯মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলার মাস্টারবাড়ি এলাকার এসএমসি ফ্যাক্টরীর পাশের একটি খাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

‘স্থানীয়রা লাশটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খালে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান,অর্ধগলিত লাশটি অজ্ঞাত ও মধ্যবয়সী এক নারীর। পড়নে একটি কালো রংয়ের জামা রয়েছে। তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি।