অনিয়মের খবর পেলে সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে: ইউএনও ছানাউল ইসলাম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নিত্যপণ্য নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। আমাদের দেশে পর্যাপ্ত খাদ্য আছে। কোন ব্যবসায়ী যেন সুযোগে বেশী দাম নিতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখছি। বিশেষকরে খোলা বাজার, ঔষদের দোকনসহ বাজারে নিত্যপণ্যে আড়ৎ ও খুচরা ব্যবসায়ীদের আমরা মনিটরিং করছি। শুক্রবার সকালে করোনা আতঙ্ক নিয়ে সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাতকালে উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন বাজার পরিস্থিতি মনিটরিং করতে এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখারতে আত্রাই উপজেলা প্রসাশনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। এবং সার্বক্ষনিক বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোন রকম অনিয়মের খবর পেলে সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার এ দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বিস্তাররোধে বিদেশ ফেরতদের জন্য হোমকোয়ান্টাইনের ব্যবস্থা করেছেন। যদি কেহ এটি ভঙ্গ করে বা বাড়ী থেকে বের হয়ে চলাফেরা করে তাহলে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন আপনার আশে পাশে কেউ বিদেশ থেকে আসলে হোমকোয়ান্টাইনে থাকার পরামর্শ দিয়ে করোনা প্রতিরোধে প্রশাসনকে সহায়তা করারও অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বিস্তাররোধে সকল ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক, গণজমায়েত, শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, বাড়িতে শিক্ষক দ্বারা ব্যাচে প্রাইভেট পড়ানো বন্ধ করাসহ সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। তিনি বাজার ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এ সময় তিনি ব্যবসায়ীদের মূল্য না বাড়ানোর নির্দেশ দেন। এছাড়া ক্রেতাদের আশ^স্ত করেছেন আতঙ্কিত হয়ে বেশী বেশী পণ্য না কিনতে। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পিটু, সম্পাদক রব করোনা: বাইরে যাওয়া নিষেধ, স্ত্রী’ই নরসুন্দর! সেই অন্ধ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও ছানাউল ইসলাম আত্রাইয়ে প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় আত্রাইয়ে কর্মহীনদের পাশে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’ চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা সরকারি চাল মজুদের দায়ে আটক-৭ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় SHARES Matched Content দেশের খবর বিষয়: অনিয়মেরইউএনও ছানাউল ইসলামখবর পেলেসেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে