নওগাঁয় ৯৯জন হোম কোয়ারেন্টাইনে ॥ ১জনের অর্থদন্ড

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে নওগাঁয় ৯৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হননি। নওগাঁ সিভিল সার্জন নওগাঁ সিভিল সার্জন কর্মকর্তা আঃ মঃ আখতারুজ্জামান জানান, গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে আসা ৯৯ জনকে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তাদের ১৪ দিন সময় পর্যন্ত বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সব সময় তাদের দেখভাল করা হচ্ছে। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে। ১৪ দিনের মধ্যে যদি তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের করোনা ভাইরাস সম্পর্কে জানাতে ইত্যেমধ্যে জেলার বিভিন্ন এলাকায় লিফলেট লাগানো হয়েছে। ইতিমধ্যে ৯৯জন ছাড়াও ২১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে নওগাঁ সদর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের চাপ পুর্বের তুলনায় বেশি। করোনা আতঙ্কে সাধারণ সর্দি কাশি রোগীদের চাপ বেশি বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক গন ।

অপরদিকে নওগাঁয় হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করায় কাতার ফেরত প্রবাসী মোজাফফর হোসেনের (৩৮) জরিমানা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে ১৪দিনের হোম কোয়ারেন্টাইন না মানায় তাকে ৪৫০০ টাকা জরিমানা করেন। কাতার ফেরত মোজাফফর হোসেন নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট এলাকার বাসিন্দা।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান গত ১৫ মার্চ মোজাফফর হোসেন কাতার থেকে নিজ বাড়িতে ছুটিতে আসেন । এসময় উপজেলা প্রশাসন তাকে গ্রাম পুলিশের মাধ্যেম ১৪ দিনের হোম হোম কোয়ারেন্টাইন এর সকল ব্যবস্থা করা হয়। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তিনি ১৪দিনের হোম কোয়ারেন্টাইন শর্ত না মেনে এলাকায় এবং স্থানীয় বাজারে ঘোরাফেরা করছেন। আমরা সন্ধায় তাকে বাজারে পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেম ৪৫০০ টাকা জরিমানা পুর্বক পুনারায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি।

তিনি আরও বলেন বিদেশ ফেরত প্রবাসীরা নওগাঁয় ফিরলে তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা গ্রহন করতে হবে। এটা শুধু নিজের জন্য নয় পরিবার ও স্থানীয়দের সুস্থ্যতার কথা চিন্তা করে সরকার এই পদক্ষেপ গ্রহন করেছে। এ নিয়ম অমান্যকারীর বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।