গৌরিপুর ও কালীগঞ্জ থেকে পৃথক অভিযানে ২ শিশু অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার গৌরিপুর থানাধীন পাঁচ কাহানিয়া এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন আজমতপুর এলাকা হতে পৃথক সময়ে ০২ (দুই) জন শিশু অপহরণকারীকে গ্রেফতার করেছে ব্যাটাঃসদর, র‌্যাব-১৪, ময়মনসিংহ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, গত ১২ মার্চ অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ প্রাপ্ত হয়ে উহা পর্যালোচনা করতঃ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে গত ১৩মার্চ ২০২০ তারিখ ১৪.৩০ ঘটিকায় ব্যাটাঃসদর, র‌্যব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি, জোনাঈদ আফ্রাদ এবং এএসপি মোঃ তফিকুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অপহরণকারী ১। আক্তারুজ্জামান(১৭) পিতা- মোঃ মফিজ উদ্দিন, সাং-পাঁচ কাহানিয়া,থানা- গৌরিপুর, জেলা- ময়মনসিংহকে তার নিজ এলাকা পাঁচকাহানিয়া থেকে গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যমতে অপহরণকারী ০২। জামান খান(৪৮) পিতা- মৃত আঃ সোবহান, সাং- আজমতপুর, থানা কালীগঞ্জ, জেলা- গাজীপুরকে তার নিজ এলাকা আজমতপুর হতে রাত ২৩.৪০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।

উক্ত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা শিশু ভিকটিম মোঃ মাহাবুব(১৩) পিতা- মোঃ সাইদুল, সাং- বেতগাছিয়া, থানা-ধোবাউড়া, জেলা- ময়মনসিংহকে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট করে মৃত ভেবে কালীগঞ্জ থানাধীন আজমতপুর সাকিনস্থ রাস্তার পাশে ফেলে রেখে যায় মর্মে স্বীকার করে।

ঘটনার পর থেকে বর্ণিত ১ নং আসামী আক্তারুজ্জামান ভিকটিমের পিতা মোঃ সাইদুলের নিকট ৫০০০০০/- টাকা মুক্তিপণ দাবি করেছিল। উল্লেখ্য যে কালীগঞ্জ থানা পুলিশ গত ০৮ মার্চ ২০২০খ্রিঃ তারিখ শিশু ভিকটিম মোঃ মাহাবুব(১৩) কে উদ্ধার পুর্বক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন এবং বর্তমানে চিকিৎসারত অবস্থায় আছে। উপরোক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।