গৌরীপুরে অটোরিকশা-সিএনজি সংঘর্ষে আহত- ৮

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ আটজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে আহত দুই তরুণীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

এ দুর্ঘটনায় সিএনজিসহ গৌরীপুরের সন্তু মিয়ার ছেলে চালক রোকন মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার (০৭ মার্চ) বিকেলে উপজেলার কলতাপাড়া সড়কের তাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বয়রাপাড়া গ্রামের জুয়েল (২৪) ও তার শিশু অরবি (১৮ মাস), আবির (৮), সাজিউড়া গ্রামের মৃত গজু মিয়ার স্ত্রী মোসম্মৎ ফাতেমা (৬০), ইসলাম উদ্দিনের ছেলে আলমগীর ফকির (২৩), গৌরীপুর উপজেলার কাকলি গ্রামের মোস্তফার মেয়ে পলি (২০), কান্দুলিয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে জেরিন (১৮), আবু সাঈদের ছেলে আবুল কাশেম (২৪) ও সিংজানি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীথর ছেলে অটোরিকশা চালক মিজানুর রহমান (৩০)।

গৌরীপুর থানার অফিসার ইন-চার্জ মো. বোরহান উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ময়মনসিংহ থেকে কেন্দুয়ার রামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল সিএনজিটি। অপরদিকে গৌরীপুর থেকে কলতাপাড়ার দিকে যাচ্ছিলো ব্যাটারিচালিত অটোরিকশা।

পরে সিএনজি ও অটোরিকশাটি তাতকুড়া এলাকায় পৌঁছলে সিএনজি চালকের বেপরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি এবং অটোরিকশার নারী-শিশুসহ আট যাত্রী আহত হয়।

খবর পেয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ দল দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুদেরকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । পরে তাদের চিকিৎসা করিয়ে আর্থিক সহযোগিতা দিয়ে বাড়িতে পাঠানো হয়। এদের মধ্যে পপি ও জেরিন নামে দুই তরুণীর অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।