জামালপুরে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৮

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সর্দারপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দু দফা সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। এ সময় দোকান-বাড়িঘর ও গাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে উভয়পক্ষের আহতরা হলেন মাহমুদুর রহমান লাবু (৩৩),মামুন (৪২), সাদেক (৩৫) লিটন (৪২), খন্দকার সুমন (৪০), সুজন (৪৫),আবু সাইদ জিমি (৩২), রাসেল (৩০)। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু ও জামালপুর চেম্বার এন্ড কমার্সের পরিচালক জুলহাস উদ্দিনের লোকজনের সাথে শহরের সর্দারপাড়া ও কাচারীপাড়ায় দু দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের সর্দারপাড়ায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পৌর কাউন্সির শাহরিয়ার আলম ইদু ও জুলহাস উদ্দিনের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর লোকজন কাচারীপাড়ায় জুলহাসের চাউলের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে এবং তার ম্যানেজার মাহমুদুর রহমান লাবুকে মারধর করে। একপর্যায়ে লাবুকে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করলে জুলহাসের লোকজন বাঁধা দিয়ে তাদের ওপর হামলা করে। হামলায় কাউন্সিলরের লোকজন আহত হয়। এ সময় কাউন্সিলরের গাড়ি ভাংচুরও করেছে হামলাকারীরা। পরে কাউন্সিলরের লোকজনরা একত্রিত হয়ে জুলহাস উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে জানালার গ্লাস ভাংচুর করেছে।

জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক জুলহাস উদ্দিন বলেন, কাউন্সিলর ইদুর নেতৃত্বে আমার দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে সন্ত্রাসীরা। তারা আমার ম্যানেজার ও ছেলে জিমিসহ ৪/৫ জনকে মারধর করেছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে চাল ব্যবসায়ীসহ ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেয়ার আল্টিমেটাম দিয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু বলেন, ভূমিদস্যু জুলহাস উদ্দিনের ভূমিদস্যুতায় কাচারীপাড়া, সর্দার পাড়া ও মুসলিমাবাদের জমি মালিকরা অতিষ্ট। সরদার পাড়ায় শাজাহান ও রুপমের মধ্যে জমির সীমানায় প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ দেখা দেয়। শাহজাহান রাতের আঁধারে প্রাচীর নির্মাণ করেন। এ ঘটনা মীমাংসা করতে পৌর মেয়রের নির্দেশে ঘটনাস্থলে গেলে ভূমিদস্যু জুলহাসের লোকজন হামলা চালায়। আমার সঙ্গীসাথীদের মারধর করেছে। আমার গাড়ি ভাংচুর করেছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই জনপ্রতিনিধি।

এ ঘটনায় দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।