গৌরীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

কমল সরকার’ গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি : কোভিড-১৯ সংকটে সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখার কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” এই শ্লোগানকে সামনে রেখে (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা।

এ উপলক্ষে একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ রাহাত,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম,মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুজাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধি, মিডিয়া কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা করোনা মহামারিতে শিক্ষার্থীদের অপূরনীয় ক্ষতি পুষিয়ে নিতে এবং আগামীতে বাংলাদেশকে শতভাগ সাক্ষরতার লক্ষ্য অর্জনে শিক্ষক সমাজকে আন্তরিকভাবে ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন।