আগামী ৫ মার্চ শুরু হচ্ছে চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আগামী ৫ মার্চ শুরু হচ্ছে মাসব্যাপী ২৮তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০। এ বাণিজ্য মেলার আয়োজন করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এবারও মেলার পার্টনার কান্ট্রি হিসেবে থাকছে থাইল্যান্ড।

চার লাখ বর্গফুটের বেশি জায়গাজুড়ে আয়োজিত মেলায় এবার ২০টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ৩৩টি প্রিমিয়ার স্টল, ১১৫টি গোল্ড স্টল, ২৮টি মেগা স্টল, ৮টি ফুড স্টল, পার্টনার কান্ট্রি থাই জোন ও ৪টি আলাদা জোন নিয়ে ৪৭০টি স্টলে ৪০০-এর বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ইতোমধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষ।

আজ নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে মেলার বিষয়ে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, এবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে মুজিববর্ষ পালন করা হচ্ছে। এ উদযাপনে অংশীদার হতে আমরা মেলায় একটি আধুনিক বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করেছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ । মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।