আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০ অনলাইন ডেস্ক : ভারতজুড়ে ‘জনতা কারফিউ’ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে বন্দর দিয়ে এ আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় ভারতে রফতানিকৃত অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাক চালক ও হেলপারদের। করোনাভাইরাস মোকাবিলায় গত বৃহস্পতিবার জনতা কারফিউর ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪ ঘণ্টা ধরে চলবে জনতা কারফিউ। এদিকে করোনাভাইরাসের সতর্কতা হিসেবে ভারত-বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে আগেই যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে দুদেশের সরকার। তবে ইতিমধ্যে যারা ভারত কিংবা বাংলাদেশে ভ্রমণ করছেন, তারা নিজ দেশে ফিরে যেতে বা আসতে পারবেন। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সস্পাদক সফিকুল ইসলাম বলেন, ভারতজুড়ে ‘জনতা কারফিউ’ চলার কারণে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক স্থলবন্দর চেকপোস্ট সীমান্ত পথে ভারতীয় ব্যবসায়ীরা পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সে জন্য রোববার সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকে। আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা হারুনুর রশীদ জানান, বাণিজ্য বন্ধ থাকায় রফতানি মুখি অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে আছে স্থলবন্দর এলাকায়। তবে, বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও অন্যসব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে তিনি জানিয়েছেন। আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ বলেন, ভারতজুড়ে ‘জনতা কারফিউ’ বৃদ্ধমান থাকার কারণে বন্দরের বাণিজ্য বন্ধ রয়েছে। এদিকে ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে করোনাভাইরাসের সতর্কতায় স্বাভাবিক যাত্রী পারাপার বন্ধ আছে। তবে ইতিমধ্যে যারা ভারত কিংবা বাংলাদেশে ভ্রমণ করছেন, তারা নিজ দেশে ফিরে যেতে বা আসতে পারবেন। Share this:FacebookX Related posts: আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি শুরু সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ : মালিক সমিতি বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিংমল শতভাগ পাওনা পরিশোধের মাধ্যমে চালু হবে খুলনার সাত পাটকল এবার কোরবানির পশু আসবে ট্রেনে ৬ দিনের ঈদে ছুটিতে বাংলাবান্ধা স্থলবন্দর পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: আখাউড়াআমদানি-রফতানি বন্ধস্থলবন্দরে