চট্টগ্রামে ৫ দিনে ১২ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : চট্টগ্রামে গত ৫ দিনে চিকিৎসকসহ করোনাভাইরাসে আক্রান্ত ১২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হওয়ার ছাড়পত্র পেয়েছেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসিফুল হক এবং নগরীর দামপাড়া এলাকার চট্টগ্রামে শনাক্ত প্রথম রোগী মুজিবুর রহমান। একই হাসপাতাল থেকে বৃহস্পতিবার দুপুরে ৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরা হলেন- চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকার বাসিন্দা ওমর আলীর স্ত্রী শামীমা আক্তার (৩৫) এবং তার মেয়ে সামীরা আক্তার (১৮)। এছাড়া সাতকানিয়া উপজেলার জাকির হোসেন নামে একজন হাসপাতাল ত্যাগ করেন। এর আগে ২২ এপ্রিল বুধবার জেনারেল হাসপাতাল থেকে ৫ জন এবং গত ২০ এপ্রিল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে ২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি যান। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব মাসুম বলেন, ‘শুক্রবার আরও ২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাদের মধ্যে একজন চিকিৎসক ও অন্যজন চট্টগ্রামে সনাক্ত প্রথম রোগী।’ তিনি বলেন, ‘করোনা পরীক্ষার টেস্টে পর পর দুইবার নেগেটিভ হলে তবেই ছাড়পত্র দেয়া হয়। ওই নিয়ম মেনেই শুক্রবার দুইজন ও বৃহস্পতিবার তিনজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের সার্বক্ষণিক বাসায় থাকতে বলা হয়েছে এবং হাসপাতাল থেকে যে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে তা মেনে চলার জন্য বলা হয়েছে।’ Share this:FacebookX Related posts: চট্টগ্রামে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে শিশুসহ নিহত দুই চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ছাত্র নেতা কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ১২ করোনা আক্রান্ত রোগী৫ দিনেচট্টগ্রামেসুস্থ হয়ে বাড়ি ফিরেছেন