চট্টগ্রামে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ অনলাইন ডেস্ক : চট্টগ্রামের ফৌজদারহাটে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই নারীর মৃত্যু হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এর পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। মৃত আরফা বেগম (৫৫) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার আবুল হোসেনের স্ত্রী। ডা. এম এ হাসান চৌধুরী বলেন, ‘ওই নারী চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তার শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার তাকে বিআইটিআইডিতে পাঠানো হয়। পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’ তিনি আরও বলেন, ‘ওই নারীর জ্বর বা কাশি ছিল না। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা আমরা নিশ্চিত নই। এটি জানতে আজ (বুধবার) তার নমুনা পরীক্ষা করা হবে।’ ঢাকার বাইরে যে ১০টি স্থানে এখন করোনা ভাইরাসের পরীক্ষা চলছে তার মধ্যে বিআইটিআইডি একটি। মঙ্গলবার পর্যন্ত এখানে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা হলেও তাদের কারও মধ্যেই করোনা ভাইরাস পাওয়া যায়নি। Share this:FacebookX Related posts: লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু আইসোলেশনে থাকা এক যুবকের মৃত্যু চট্টগ্রামে ৫ দিনে ১২ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে শিশুসহ নিহত দুই চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত কমলনগরে মৃত দুই শিশুর কেউই করোনা আক্রান্ত ছিলো না রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: আইসোলেশনে থাকাচট্টগ্রামেনারীর মৃত্যু