পটিয়া পৌরসদরে ছুরিকাঘাতে যুবক খুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০ পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরীঃ- চট্টগ্রামের পটিয়া পৌরসদরে ছুরিকাঘাতে মোহাম্মদ জসিম (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩ মার্চ রাত ৯ টা ১৫ মিনিটে পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড তিতাগাজীর বাড়ির সামনে বিওসি রোডে। নিহত জসিম মৃত জাগির হোসেন এর ছেলে তার মা নুর বেগম। স্থানীয় সুএে জানাগেছে, জসিম ১৫০ টাকা পাওনা ছিল একই এলাকার মৃত হাসেম এর ছেলে জীবন এর কাছে এ টাকা চাইলে জীবন ক্ষিপ্ত হয়ে তার ছোট ভাই ইমনকে ডেকে আনে। জসিম জীবন টাকা পাওনা নিয়ে তর্ক বির্তক হয়। এর এক পর্য়ায়ে জসিম স্থানীয় একটি দোকান থেকে বেরিয়ে পাশে তার নিজ বসতঘরে ফেরার পথে জীবন ও তার ভাই ইমন জসিমকে পথরোধ করে প্রকাশ্যে এলোপাতাড়ি চুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জসিম কে মৃত ঘোষণা করে। জসিম এর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত জসিমের মায়ের কান্নার আহাজারি এলাকায় লোকজনের চোখের পানি চলে আসে। ঘটনার খবর পেয়ে তাৎকনিক পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিন, ওসি তদন্ত জাব্বরুল ইসলাম সহ পটিয়া থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে নিহতের ঘটনা আলামত সংগ্রহ করেন।এর আগে জসিম কে উদ্ধার করে পোষ্টমর্টেম এর জন্য লাশ চমক হাসপাতালে মর্গে পাঠানো হয়। স্থানীয় শত শত লোকজনের অভিযোগ জীবন- ইমন ইয়াবা ব্যাবসার সাথে জড়িত তাদের বিভিন্ন আচার আচরণ সাধারণ মানুষ অতিষ্ঠত ছিল।এ বিষয়ে এ প্রতিবেদকের কাছে এলাকার বক্তব্য রেকর্ড রয়েছে। এছাড়াও জীবন- ইমন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য গত ১৫ দিন আগে কিশোর গ্যাংয়ের লিডার জীবন কে জামিনে এনেছেন বলে জানান নিহত জসিমের মা নুর বেগম জানান। জীবন কে জামিনে আনার বিষয়টি তদন্ত করলে আসল প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে এলাকার লোকজনের অভিমত। বর্তমানে জীবন ও তার ভাই ইমন মা জান্নাতি বেগম ঘরে থালা ঝুলিয়ে পালিয়ে গেছে। পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দিন জানান, জসিম খুনের ঘটনা যে জড়িত থাকুক তাকে শিগগিরই আইনের আওতায় আনা হবে কেউ পালিয়ে বাঁচতে পারবেনা। এ খুনের ঘটনা পটিয়া থানা পুলিশের পুরো টিম কাজ করছে। Share this:FacebookX Related posts: চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন পটিয়া মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পটিয়ায় জেএসসিতে আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষে পটিয়ার কুসুমপুরা ইউপি সদস্য নুরুল আলমকে কুপিয়ে জখম পটিয়ায় শ্রমিকনেতা শহিদুল ইসলাম সেকু নিখোঁজ পটিয়ায় বধির প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন পটিয়ায় শ্রমিক নেতা সেকু ৭ ধরে নিখোজ : উদ্ধার দাবিতে সংবাদ সন্মেলন পটিয়ায় রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কমিটি গঠন পটিয়ায় ৩৪ বছর পর মাওলানা মাবুদের মাদ্রাসা এম.পি.ও হল পটিয়া আলম প্লাজা ব্যাবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আজগর,সম্পাদক নুরুল পটিয়া-চন্দনাইশ-রামু বনবিভাগের অভিযান ৫লাখ টাকার কাঠ জব্দ পটিয়া আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ সিদ্দিকীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ছুরিকাঘাতেপটিয়াপৌরসদরেযুবক খুন