বিশ্বনাথের মাদাই বিলে ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

অনলাইন ডেস্ক ; বিশ্বনাথের মাদাই বিলে কয়েক হাজার মাছ শিকারির অংশগ্রহণে ঐতিহ্যবাহী বার্ষিক ‘পলো বাওয়া’ উৎসব মঙ্গলবার উদযাপিত হয়েছে। মাদাই খাল সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে উৎসবে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের শিকারিরা সকাল ১০টায় একসাথে পলো, জাল নিয়ে ঝাঁপ দিয়ে পড়েন বিলে।
এসময় শিকারিরা পলো দিয়ে বোয়াল, রুই, কাতলা, মাগুরা, গনিয়া, মৃগেল, শৈলসহ বিভিন্ন জাতের মাছ শিকার করেন। এছাড়া বিলের পাড়ে বসে উৎসব দেখেন অসংখ্য নারী-পুরুষ।

মাছ শিকারি আফিকুল ইসলাম, কবির মিয়া, আছকির আলী, শামীম আহমদ বলেন, সবাই মিলে একসাথে মাছ শিকার করার মজাই আলাদা। বার্ষিক পলো বাওয়া উৎসবে শুধু মাছ শিকার নয় একে অন্যের সাথে দেখা হয়। উৎসব পরিণত হয় মিলনমেলায়।

বৃদ্ধ মনির মিয়া বলেন, মাদাই বিলের পলো বাওয়া উৎসব যুগ যুগ ধরে চলে আসছে। ঐতিহ্যবাহী এই উৎসবকে ধরে রাখতে কাজ করছে এলাকার যুব সমাজ। এর ধারাবাহিকতা রক্ষার্থে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

মাছ শিকারি তৈয়ব আলী বলেন, ‘পলো বাওয়া উৎসবে এসে আমি একটি কাতলা ও একটি মাগুর মাছ শিকার করেছি। এতে আমি খুবই আনন্দিত।’

মাদাই খাল সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বলেন, ‘উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে সম্পর্কোন্নয়ন হয়। প্রতি বছর সমিতির মাধ্যমে আমরা পলো বাওয়া উৎসবের আয়োজন করি। এতে সব বয়সী মানুষের দেখা হয়।’