করোনা ভাইরাস: সুনামগঞ্জ জেলা লকডাউন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০ সুনামগঞ্জ প্রতিনিধি : (কোভিড-১৯) নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।রবিবার বিকেল চারটায় জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। একই দিন বিকেল পৌণে পাঁচটার দিকে জেলা প্রশাসনের ভেরিফাইড ফেসবুক পেইজে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বসাধারণকে এ ঘোষণা জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো রবিবার বিকেল পাঁচটা হতে অনিদ্রিষ্ট কালের জন্য সুনামগঞ্জ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়কে নৌ-পথে অন্য কোন কেউ সুনামগঞ্জ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোন জেলায় গমন করতে পারবেন না। জেলার অথ্যন্তওে আন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রে ও একইরুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। রবিবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)’র সংক্রমন ঝুঁকি মোকাবেলায় জনসাধারণের জানমালের নিরাপওা রক্ষার লক্ষে জেলা কমিটির বৈঠকে গোটা সুনামগঞ্জ জেলাকে লকডাউন(অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বিকেল পাঁচটা হতে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে পুরো জেলা শহর ও জেলার অন্যান্য উপজেলাগুলো সক্রিয় হয়ে উঠেন। জেলা কমিটির সভায় পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিধি,উপ-পরিচালক (স্থানীয় সরকার),সুনামগঞ্জ পৌর মেয়র,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ,উপ-পরিচালক এনএসআই সুনামগঞ্জ, উপ-পরিচালক,(পরিবার পরিকল্পনা বিভাগ),জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,উপ-পরিচালক(সমাজসেবা),জেলা তথ্য অফিসারসহ জেলা প্রশাসনের সকল দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। রবিবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ জানান, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ‘লকডাউন’ ঘোষণা বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: করোনা ভাইরাস আতঙ্কে তাহিরপুরে ওরস ও পনতীর্থে স্নানযাত্রা উৎসব বন্ধ তাহিরপুরে ৭ পরিবার লকডাউন, সর্দি,জ্বর,কাশিতে পোষাক শ্রমিকের মৃত্যু ! তাহিরপুরে সজীব ওয়াজেদ জয় পরিষদের কমিটি গঠন তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ সহ নাসির বিড়ি ও গাঁজার চালান আটক রাণীনগরে করোনা ভাইরাস সর্তকতায় যুবলীগের সচেতনতামূলক লিফলেট বিতরণ সুনামগঞ্জে ধান ক্ষেত হতে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার ! তাহিরপুরে স্কুলের দরজা ভেঙ্গে উপকরন লুপাটের অভিযোগ আজ রাত থেকে মানিকগঞ্জের ৭ এলাকা লকডাউন চিরনিদ্রায় শায়িত হলেন কামরান খুলনা সিটির ১৪ ও ১৭ ওয়ার্ড এবং রূপসার আইচগাতি লকডাউন ধর্মপাশায় করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু, দাফন সম্পন্ন চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, লাফিয়ে পড়ে আহত SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনা ভাইরাসলকডাউনসুনামগঞ্জ জেলা